August 2, 2025

কল্যানপুর সফরে আশিষ

 কল্যানপুর সফরে আশিষ

দৈনিক সংবাদ অনলাইন।। মঙ্গলবার আড়াইটে নাগাদ কর্মীদের মনোবল বাড়াতে কল্যাণপুর কংগ্রেস ভবনের ধ্বংসস্তূপ পরিদর্শন করেন। এদিন তার কল্যানপুর সফরকে কেন্দ্র করে কল্যাণপুরে চাপা উত্তেজনা ছিলো। এদিন প্রথমে তিনি আগুনে ক্ষতি গ্রস্ত কংগ্রেস ভবন ঘুরে দেখেন।

আশীষ সাহার সাথে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস, খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা, কল্যাণপুর ব্লক কংগ্রেস সভাপতি সাধন চন্দ্র মল্লিক প্রমুখ। প্রাক্তন বিধায়ক সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর জানান, কংগ্রেস কোনকালেই প্রতিরোধ এর রাজনীতিতে বিশ্বাসী ছিলো না। কিন্তু বর্তমানে যেভাবে গণতন্ত্রের টুঁটি টিপে ধরা হচ্ছে, তা অসহনীয়। সময়ের প্রয়োজনে প্রতিরোধ প্রয়োজন। তিনি কংগ্রেস কর্মীদের সান্তনা দেন।

তিনি বলেন, প্রত্যেক ব্লক কংগ্রেস এলাকায় সংগঠনকে দৃঢ় ভাবে মজবুত করতে হবে। প্রয়োজনে প্রতিরোধও গড়ে তুলতে হবে। সবাই যদি একজোট হয়ে কাজ না করে, তাহলে গণতন্ত্র বিনষ্টকারীরা আরও সক্রিয় হয়ে উঠবে। আশীষ বাবুর মতে এলাকার শান্তি শৃঙ্খলা কোনোভাবেই বিগ্নিত হতে দেওয়া যাবে না। কংগ্রেস দল হিংসায় বিশ্বাসী নয়। তিনি বলেন, আগামী ২৩ এর লক্ষ্যে এখন থেকেই সবাই কে একজোট হয়ে কাজ করতে হবে। কল্যাণপুর কংগ্রেস ভবন থেকে আশীষ সাহা যান আক্রান্ত সুমন মোদক এর বাড়িতে। তাকে দেখতে ও সান্তনা দিতেই সুমনের বাড়িতে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *