August 2, 2025

কল্যানপুরে ইন্ডিয়া ব্লকের সভা!!

 কল্যানপুরে ইন্ডিয়া ব্লকের সভা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার কল্যাণপুর সোনার তরী মঞ্চ সংলগ্ন স্থানে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লক প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় মুখ্য বক্তা ছিলেন সি পি আই ( এম ) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পথ সভায় প্রার্থী রাজেন্দ্র রিয়াং ছাড়াও ছিলেন, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস, সি পি আই এম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা, মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, কংগ্রেসের তরফে কনভেনর কার্তিক দেবনাথ, বিধান দেববর্মা, প্রমুখ। জিতেন্দ্র চৌধুরী বলেন যারা দেশের সংবিধান, বিচার ব্যবস্থা, আইন সভা কে সম্মান না করে নাগাড়ে মিথ্যে বলে যায় তাদের ক্ষমতা থেকে উৎখাত করার জন্য মতাদর্শগত ফারাক থাকা সত্ত্বেও প্রায় ২৬/২৭ টি দল এক ছাতার তলায় এসে ইন্ডিয়া মঞ্চ তৈরী করতে বাধ্য হয়েছে। কারণ বিজেপি নেতৃত্বাধীন সরকার টা দেশ কে বিক্রি করে দিচ্ছে। বিমান বন্দর, ব্যাংক, এল আই সি, রেল, কল কারখানা, কয়লা তেল খনি সব বিক্রি হয়ে যাচ্ছে বর্তমানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *