August 2, 2025

কলমচৌড়ায় দুঃসাহসিক ডাকাতি!!

 কলমচৌড়ায় দুঃসাহসিক ডাকাতি!!

অনলাইন প্রতিনিধিঃ- শনিবার গভীর রাতে কলমচৌড়া থানাধীন মানিক্যনগর পূর্ব পাড়ার উওম সাহার বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের হাত পা বেঁধে ১৭ ভড়ি সোনার অলংকার, নগদ অর্থ থেকে শুরু করে ঘরের দামি জিনিস পত্র, কাপড়, কাগজপত্র সব নিয়ে যায় ডাকাতের দল। ঘটনায়া গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু তাই নয়, জনমনে ব্যপক আতংক ছড়িয়েছে। জনমানসের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। জানাগেছে, অন্য দিনের মতো এদিনও রাতের খাওয়া দাওয়া শেষে সবাই যে যার মতে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে বারোটা নাগাদ ডাকাতের দল ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে। কয়েকজন বাড়ির বাইরে পাহাড়া দিতে থাকে। প্রত্যেকের মুখ ঢাকা ছিল। হাতে ছিলো পিস্তল, ভোজালি, সহ আরও অন্যান্য ধারালো অস্ত্র। কারোর টু শব্দ করার উপায় ছিলো না। ডাকাতরা ঘরে ঢুকেই প্রথমে পুরুষ সদস্যদের বেঁধে ফেলে এবং সবার মোবাইল ফোন নিয়ে নেয়। বাড়িতে বেড়াতে আসা এক মহিলা সদস্যাকে সজোরে থাপ্পড় মারে অলংকার খুলতে দেরি হওয়ার জন্য। প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ধরে চলে লুঠপাট। ডাকাত দল চলে যাওয়ার পর কলমচৌড়া থানার পুলিশ আসে টাত তিনটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *