কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে ভেঙ্গে পড়ল গার্লস হস্টেলে লোহার বিম!!

অনলাইন প্রতিনিধি :- কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার মাঝরাতে হেদুয়ার গার্লস হোস্টেলের একটি ঘরে লোহার বিশাল একটি বিম আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গার্লস হোস্টেলে। তড়িঘড়ি গোটা গার্লস হোস্টেল খালি করে দেওয়া হয়। বরাত জুড়ে প্রান বেচে যায় ছাত্রীদের। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। গার্লস হোস্টেলটি দীর্ঘদিনের পুরনো। বহুদিন ধরে এই গার্লস হোস্টেলে সংস্কারের দাবি উঠেছিল।
কিন্তু তাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। গতকাল মাঝরাতে আচমকা ওই গার্লস হোস্টেলের একটি ঘরে লোহার বিম ভেঙে পড়ে।