ছত্রিশগড়ে নিরাপত্তাবাহিনীর সাথে জঙ্গির লড়াইয়ে খতম ২৭ মাওবাদী!!
কলকাতার আকাশে একঝাঁক ড্রোন!!

অনলাইন প্রতিনিধি :- কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। ঘটনাটি ঘটে সোমবার। অন্তত আট থেকে দশটি ড্রোনকে ঘোরাফেরা করতে দেখা যায় আকাশে।
সোমবার বেশি রাতে মহেশতলা ও বেহালার দিক থেকে পর পর অন্তত আট থেকে দশটি ড্রোনকে আসতে দেখা যায়। সেগুলি প্রথমে হেস্টিংস এলাকায় ঘোরাঘুরি ঘরে। এর পর ড্রোনগুলি ময়দানের উপর দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যায়। সেখান থেকে সেগুলি কিছুক্ষণ ঘোরাফেরা করে জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশপাশে। এর পর বেশ কয়েকটি ড্রোন চলে যায় পার্ক সার্কাসের দিকে। আর কয়েকটি ড্রোন উড়ে যায় উত্তর কলকাতার দিকে। হেস্টিংস থানার পুলিশের নজরেই আসে প্রথম এই ড্রোনগুলি।