August 2, 2025

কর্ণাটক বিধানসভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানে গ্রেফতার ৩!!

 কর্ণাটক বিধানসভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানে গ্রেফতার ৩!!

অনলাইন প্রতিনিধি :-বিধানসভার অভ্যন্তরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে ৷ গেরুয়া শিবিরের এই অভিযোগের ভিত্তিতে সোমবার তিনজনকে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ।মঙ্গলবার বেঙ্গালুরু আদালতে ধৃতদের তোলা হয় ৷ তিনজনকে তিনদিনের পুলিশি হেফাজত দিয়েছেন বিচারক । কংগ্রেস নেতা সৈয়দ নাসির হুসেন রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বিধানসভার ভিতরেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন দলের বিধায়করা বলে অভিযোগ করেছিল বিজেপি ৷ কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বলেছেন, ” পুলিশ তদন্ত করছে ৷ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷” সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি কমিশনার অফ পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনাস্থল থেকে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন দিল্লির ইলতাজ, বেঙ্গালুরুর আরটি নগরের মুনাওয়ার এবং হাভেরি জেলার ব্যাদাগির মহম্মদ শফি নাশিপুদি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *