August 2, 2025

কথা রাখেনি কেউ!!

 কথা রাখেনি কেউ!!

দৈনিক সংবাদ অনলাইন।। ধলাই জেলা সদরের অনতিদূর পাইজাবাড়ী গ্রামে নেই পানীয় জলের কোন উৎস। ১৫ বছরের পুরনো সমস্যা এটি। পূর্বতন বাম সরকারের নেতা মন্ত্রীরা কথা রাখেনি। তাই পাড়ার লোকজন ২০১৭ সালে রাষ্ট্রবাদী দলে যোগ দেন। তৎকালীন নেতা বর্তমান বিধায়ক পরিমল দেববর্মা পাড়ার লোকেদের আশ্বাস দিয়ে বিশ্বাস অর্জন করেছিলেন। কিন্তু সাড়ে চার বছরের মধ্যে সমস্যার সমাধান করেননি। অভিযোগ, পাড়ায় এখন পায়ের ধুলো পর্যন্ত দিতে অপারগ বিধায়ক সহ রাষ্ট্রবাদী দলের নেতারা। একসময়ে লালে আবৃত্ত পাড়াটি ২০১৭ সালের পর গেরুয়া রঙ্গে আবৃত্ত হলেও,সমস্যা যে তিমিরে ছিল,আজও সেই তিমিরেই রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *