August 3, 2025

কংগ্রেসের ভারত জোড়ো,ত্রিপুরা বাঁচাও!!

 কংগ্রেসের ভারত জোড়ো,ত্রিপুরা বাঁচাও!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মদিনকে সামনে রেখে ভারত জোড়ো, ত্রিপুরা বাঁচাও কর্মসূচি পালন করলো প্রদেশ কংগ্রেস। রাজধানী আগরতলার সাথে রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রেই এই কর্মসূচি পালন করবে কংগ্রেস দল। ৬০ বিধানসভা কেন্দ্রে মোট ১২০০ কিলোমিটার এই পদযাত্রা অনুষ্টিত হবে।

এদিন সকালে প্রথমে কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস ইনচার্জ অজয় কুমার, দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা। এছাড়াও দলের অন্যান্য শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানিয়ে শুরু করা হয় পদযাত্রা। এতে কংগ্রেসের শীর্ষ স্তরের সকল নেতা নেত্রী ও কর্মীরা অংশ নিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে দীর্ঘদিন পর এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য কংগ্রেসের ঐক্যবদ্ধ ছবিটা দেখা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *