August 4, 2025

কংগ্রেসের ” ভারত ছাড়ো ” দিবস উদযাপন!

 কংগ্রেসের ” ভারত ছাড়ো ” দিবস উদযাপন!

অনলাইন প্রতিনিধিঃ- বুধবার ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন দিবস। ১৯৪২ সালের ৯ আগস্ট মহাত্মা গান্ধী ইংরেজদের বিরুদ্ধে ঐতিহাসিক ” ভারত ছাড়ো ” আন্দোলনের ডাক দিয়েছিলেন।
“ভারত ছাড়ো ” আন্দোলন এমন এক সময়ে এসেছিল, যখন ভারত তার স্বাধীনতার লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ছিল। মহাত্মা গান্ধীর আহবানে ইংরেজ শাসনের বিরুদ্ধে এই আন্দোলন ক্রমেই গণ আন্দোলনে রুপান্তরিত হয়। লক্ষ লক্ষ ভারতীয় আন্দোলনে ঝাপিয়ে পড়ে বৃটিশদের বিরুদ্ধে। এই আন্দোলন, ভারতের স্বাধীনতা আন্দোলনের এক ঐতিহাসিক অধ্যায়। প্রতি বছরই এই দিনটি সারা দেশে মর্যাদার সহিত পালিত হয়ে আসছে। সারা দেশের সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও এদিন “ভারত ছাড়ো” দিবস উদযাপন করা হয়। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মন, দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাছাড়াও বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি গান্ধীঘাটে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *