ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে খুন!!

অনলাইন প্রতিনিধি:- বুধবার সন্ধ্যায় ইহুদি জাদুঘরের এক অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় আমেরিকায় ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়। অবশেষে গ্রেফতার করা হয়েছে ওই আততায়ীকে ৷ যে দুজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন ৷ খুব কাছ থেকে তাঁদের গুলি করা হয়। শিকাগোর ৩০ বছর বয়সি ইলিয়াস রড্রিগেজ নামে ওই সন্দেহভাজন ব্যক্তিকে গুলি চালানোর আগে জাদুঘরের বাইরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল ৷ গুলি চালানোর পরে সে জাদুঘরে প্রবেশ করে ৷ এরপরই নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে ফেলে। আততায়ীকে আটক করার পর, “মুক্ত, মুক্ত প্যালেস্তাইন” স্লোগান দেয় বলেও জানা গিয়েছে ৷এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ট্রাম্প ৷