August 3, 2025

ওয়াক উইথ তিরঙ্গা

 ওয়াক উইথ তিরঙ্গা

দৈনিক সংবাদ অনলাইন, আমবাসা।। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে শনিবার আমবাসা মহকুমা প্রশাসনের উদ্যোগে সুদৃশ্য র‍্যালীর আয়োজন করা হয়। এদিন দুপুরের পরে র‍্যালি শুরু হয়। এতে অংশ নিয়েছেন বিধায়ক পরিমল
দেববর্মা, পুর পরিষদের চেয়ারপার্সন মমতা দাস,জেলা শাসক ময়ূর গোবেকর রতিলাল, মহাকুমা শাসক অরূপ দেব, বিভিন্ন সরকারি কর্মচারী সহ ডলুবাড়ি দ্বাদশ স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং বিশিষ্টজনেরা। র‍্যালিটি ডলুবাড়ি মহকুমা প্রশাসকের অফিস প্রাঙ্গণ থেকে দীর্ঘ পথ পেরিয়ে আমবাসা পুরপরিষদ সংলগ্ন স্থানে এসে সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *