August 3, 2025

ওপারে চলে যাওয়া বাইসন ফিরল তৃষ্ণায়!

 ওপারে চলে যাওয়া বাইসন ফিরল তৃষ্ণায়!

বিলোনীয়ার তৃষ্ণা অভয়ারণ্য সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি বয়স্ক বাইসন সীমান্তের কাঁটাতার বেড়া ভেদ করে ওপারে চলে যাওয়ার ঘটনায় তৃষ্ণা অভয়ারণ্য প্রশাসনিক কর্তৃপক্ষের মধ্যে গভীর উদ্বেগ দেখা দেয়। বিভিন্ন কায়দায় এবং অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত ১৬দিন পর ওপারে চলে যাওয়া বাইসন ফিরিয়ে নিয়ে আনতে সফল হয় তৃষ্ণা অভয়ারণ্য বনদপ্তর কর্তৃপক্ষ। ঘটনা গত ১৯ নভেম্বর। বিলোনীয়া রাজনগর ব্লকের অধীন তৃষ্ণা অভয়ারণ্যের দুর্গাপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে একটি বাইসন বাংলাদেশের দিকে চলে যায়। তৃষ্ণা অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চলে কর্তব্যরত বন নিরাপত্তাকর্মীরা বিএসএফের কাছ থেকে এই ঘটনা জেনে সাথে সাথে কর্তৃপক্ষের নজরে নেয়। এরপর কর্তৃপক্ষ ওই সীমান্ত এলাকায় তৃষ্ণা অভয়ারণ্যের অভ্যন্তরে কাঁটাতার সংলগ্ন জায়গায় বাইসনের প্রিয় খাবার রেখে দেওয়া সহ বিভিন্ন কায়দায় চলে যাওয়া বাইসনকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালায় দিনের পর দিন। সীমান্তে কর্তব্যরত বিএসএফ এ কাজে সহযোগিতা করে। বন দপ্তরের সংশ্লিষ্ট কর্মীরা বিএসএফের থেকে অনুমতি নিয়ে কাঁটাতারের ওপারে জিরো লাইন সীমান্ত এলাকায় গিয়ে বাইসনকে এপারে নিয়ে আসার চেষ্টা চালায় বিভিন্ন পদ্ধতিতে। শেষ পর্যন্ত ১৬দিন পর চলে যাওয়া বাইসন তৃষ্ণা অভয়ারণ্যে ফিরে আসে। স্বস্তির নিঃশ্বাস ফেলে তৃষ্ণা অভয়ারণ্য কর্তৃপক্ষ। দক্ষিণ জেলা প্রশাসন ও এ ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে বাইসন ফিরে আসার খবর পাওয়ার পর খুশি হয়। তৃষ্ণা অভয়ারণ্য প্রশাসনিক আধিকারিক অমলেন্দু দেবনাথ জানিয়েছেন চলে যাওয়া বাইসনকে ফিরিয়ে আনতে বনদপ্তরের কর্মীরা বিভিন্ন কায়দায় অনেকদিন ধরে ব্যাপক প্রচেষ্টা চালায়। শেষ পর্যন্ত সফল হয়। এদিকে তিনি জানিয়েছেন প্রতি বছরের মতো এবারও ইন্ডিয়ান বাইসন ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠান নয় ডিসেম্বর জয়চাঁদপুরে অনুষ্ঠিত হবে। পয়লা ডিসেম্বর থেকে এই ফেস্টিভ্যালের উদ্বোধন হয় সাইকেল র‍্যালি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে কর্মসূচি হাতে নেওয়া হয় । মূলত বন্যপ্রাণী সম্পর্কে সচেতন করা, তৃষ্ণায় বাইসন সম্পর্কে আরও বেশি করে প্রচার ইত্যাদি উদ্দেশ্যকে সামনে রেখেই এই ইন্ডিয়ান বাইসন ফেস্টিভ্যাল করা হয়ে থাকে প্রতি বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *