November 11, 2025

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্ন — “আতঙ্কিত কেন?”

 এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্ন — “আতঙ্কিত কেন?”

অনলাইন প্রতিনিধি :-ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বিতর্ক আরও তীব্র। তামিলনাড়ুর ডিএমকে ও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে। পরে কংগ্রেস, সিপিএম-সহ একাধিক দলও সেই পথে হাঁটে।
আবেদনকারীদের অভিযোগ, কমিশন অস্বাভাবিক তাড়াহুড়ো করছে। তাঁদের দাবি, এত স্বল্প সময়ের মধ্যে এই বিশাল কাজ শেষ করা সম্ভব নয়। আদালতে ডিএমকের পক্ষে কপিল সিব্বল বলেন, “আগে এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে তিন বছর সময় লাগত। এখন কমিশন বলছে এক মাসেই শেষ করবে! এতে বহু মানুষের নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।”
তিনি আরও যুক্তি দেন, “দেশের সব রাজ্যের অবস্থা এক নয়— কোথাও প্রবল বর্ষার সম্ভাবনা, কোথাও দুর্গম অঞ্চল। এত অল্প সময়ের মধ্যে বুথ লেভেল অফিসারদের সব জায়গায় পৌঁছনো সম্ভব নয়।”
বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ তৃণমূল ও ডিএমকের যুক্তি শোনার পর বলেন, “আপনারা যেন এমনভাবে দেখাচ্ছেন, যেন এই প্রথম ভোটার তালিকা তৈরি হচ্ছে! এসআইআর নিয়ে এত আতঙ্কিত হচ্ছেন কেন?”
তবে আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনকে নোটিস জারি করেছে। বিচারপতিরা জানান, মামলাকারীরা পাল্টা হলফনামা দাখিল করতে পারবেন এবং যদি আদালত সন্তুষ্ট হয়, তবে প্রক্রিয়া বাতিলের কথাও ভাবা হবে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে— এসআইআর সংক্রান্ত কোনও মামলা এখন থেকে কোনও হাই কোর্ট শুনতে পারবে না। পরবর্তী শুনানি হবে ২৬ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *