October 28, 2025

এসআইআর এক নজরে!!

 এসআইআর এক নজরে!!

অনলাইন প্রতিনিধি :-পশ্চিমবঙ্গ, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাডু, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পুদুচেরী, আন্দামান নিকোবর দীপপুঞ্জ, লাক্ষাদ্বীপে হবে এসআইআর।
এর মধ্যে তামিলনাডু, পুদুচেরী, কেরালা এবং পশ্চিমবঙ্গে ২০২৬ সালে বিধানসভা ভোট রয়েছে।নথি কী কী লাগবে:-যে কোনও পরিচয়পত্র / কেন্দ্রীয় সরকার / রাজ্য সরকার / রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী / পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার।
১ লা জুলাই ১৯৮৭-র আগের সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ ব্যাংক/ডাকঘর /ভারতীয় জীবন বিমা নিগম / রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনও পরিচয়পত্র / শংসাপত্র / নথি।
উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট পাসপোর্ট।
স্বীকৃত পর্ষদ/বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র।
বনভূমি অধিকার শংসাপত্র।
উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় / তপশিলি জাতি /
তপশিলি উপজাতি বা অন্য কোনও জাতিগত শংসাপত্র।
জাতীয় নাগরিক পঞ্জি (NRC) (যাদের ক্ষেত্রে হয়েছে)।
রাজ্য / স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি (ফ্যামিলি রেজিস্টার)।
কোনও জমি/ বাড়ি বরাদ্দের সরকারী শংসাপত্র বা জমি / বাড়ির দলিল ইত্যাদি।
স্বাধীনতার পর নবমবারের মতো এ ধরনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনীর কাজ হচ্ছে।
এসআইআরের প্রথম দফা হয়েছিলো বিহারে। প্রায় ৮ কোটি ভোটার এর আওতায় এসেছিলো।
দ্বিতীয় পর্যায়ে এসআইআর আওতায় আসবে ৫১ কোটি ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *