August 31, 2025

এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ-আকাশে আতঙ্কদিল্লি থেকে ওড়ার পরই আগুন! ,

 এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ-আকাশে আতঙ্কদিল্লি থেকে ওড়ার পরই আগুন! ,

অনলাইন প্রতিনিধি :- এয়ার ইন্ডিয়ার বিমানে ফের গোলযোগ। দিল্লি থেকে ওড়ার পরেই মাঝ-আকাশে আগুন দেখা গেল বিমানের একটি ইঞ্জিনে। ককপিট থেকে তড়িঘ়ড়ি ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার পর বিমানটিকে আবার দিল্লিতে ফেরানো হয়েছে। বরাতজুড়ে বেঁচে যায় যাত্রীরা। সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছেন বিমান সংস্থার মুখপাত্র।
রবিবার সকালে দিল্লি থেকে ইনদওরে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ বিমান। বিমানবন্দর ছাড়ার কিছু ক্ষণের মধ্যেই ককপিটের বিমানকর্মীরা ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। তড়িঘড়ি সিদ্ধান্ত নেন পাইলট। ডান দিকের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয় মাঝ-আকাশেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *