দেশি-বিদেশিদের উপচে পড়া ভিড়,আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জম্পুই!!
এমবিবি আন্তর্জাতিক বিমানবন্দর,ঘোষণার দাবিতে সংসদে সরব হলেন বিপ্লব দেব!!
অনলাইন প্রতিনিধি :-আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। বুধবার সংসদে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর দৃষ্টি আকর্ষণ করে জোরালো দাবি উত্থাপন করেন।
এদিন সাংসদ শ্রী দেব বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে আগত যাত্রীদের জন্য ত্রিপুরা একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। প্রাপ্ত তথ্য অনুসারে, বর্তমানে আগরতলা এমবিবি বিমানবন্দরে পিক আওয়ারে প্রতিদিন ১০০০ অন্তর্দেশীয় এবং ২০০ আন্তর্জাতিক যাত্রী পরিচালনার পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে। ২০টি চেক ইন কাউন্টার, চারটি যাত্রী বোর্ডিং ব্রিজ এবং বার্ষিক প্রায় সাড়ে চার লক্ষ যাত্রী চলাচলের ক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে ১৮.৮৫ কোটি টাকা প্রদান করেছে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ইমিগ্রেশন কাউন্টারের জন্য রাজ্য সরকারের নিকট বিভিন্ন পদে ২৫ জন পুলিশ কর্মীকে নিযুক্ত (মোতায়েন) করার কথা বলেছিল। ইতিমধ্যেই তাও সম্পন্ন হয়েছে। আইএলএস এবং গ্রাউন্ড লাইটিং সিস্টেম দুটোই সেখানে রয়েছে। পাশাপাশি ৪.১.২৩ এ সীমা সুরক্ষা চেকপোস্ট হিসেবেও স্বীকৃতি মিলেছে। তিনি বলেন,আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার জন্য সমস্ত রকম প্রক্রিয়া হিসেবে ঘোষণার প্রক্রিয়াটিকে দ্রুত সম্পন্ন করার জন্য সংসদে জোরালো দাবি জানান সাংসদ বিপ্লব কুমার দেব।