August 1, 2025

এবছর ময়দান কাঁপাবে ফরওয়ার্ড ক্লাব!!

 এবছর ময়দান কাঁপাবে ফরওয়ার্ড ক্লাব!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলে এতিহ্যবাহী এবং পরিচিত একটি নাম ফরওয়ার্ড ক্লাব। বুধবার উমাকান্ত ময়দানে বার পূজার মাধ্যমে এবছরের সিনিয়র ডিভিশন লীগ ও নকআউট ফুটবলের জন্য প্রস্তুতি শুরু করল। এবছর চ্যাম্পিয়ন হওয়াই তাদের লক্ষ্য। সেদিকে লক্ষ্য রেখে রাজ্য এবং বহিঃরাজ্যের খেলোয়ারদের নিয়ে ব্যালেন্স দল তৈরি করেছে ফরওয়ার্ড ক্লাব। দল সম্পর্কে বলতে গিয়ে ক্লাব কর্মকর্তারা জানান, এবছর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গোয়া, মনিপুর, উড়িষ্যা, কেরালা সহ অন্যান্য রাজ্য থেকে মোট ১৮ জন খেলোয়াড় নেওয়া হয়েছে দলে। ইতিমধ্যে ১৪ জন খেলোয়াড় রাজ্যে এসে পড়েছে। বাকী ৪ জন আগামীকাল আসবে। পাশাপাশি এবছর কেরল সন্তোষ ট্রফি দলের প্রাক্তন প্রশিক্ষককে নিযুক্ত করা হয়েছে ফরওয়ার্ড ক্লাবের ফুটবল টিমের প্রধান কোচ হিসেবে। দল গঠনে এ বছর বাজেট রাখা হয়েছে ৩৫ লক্ষ টাকা বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *