August 2, 2025

এক ফুঁকেই ধরা পড়বে রোগ, অভাবনীয় আবিষ্কার খড়্গপুর আইআইটির!!

 এক ফুঁকেই ধরা পড়বে রোগ, অভাবনীয় আবিষ্কার খড়্গপুর আইআইটির!!

অনলাইন প্রতিনিধি :-প্রযুক্তির আঁতুড়ঘর হিসেবে পরিচিত খড়গপুর আইআইটি নয়া যন্ত্র তৈরি করে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে।এবার প্যাথোলজিতে গিয়ে রক্ত বা খরচসাপেক্ষ অন্যান্য পরীক্ষা করে নয় বরং এক ফুঁয়েই জানা যাবে শরীরে কোন রোগ বাসা বেঁধেছে।এমনই অভিনব প্রযুক্তি আবিষ্কার করেছে খড়গপুর আইআইটির ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মাইক্রো ইঞ্জিনিয়ারিং ল্যাব।এনিয়ে অধ্যাপক তরুণকান্তি ভট্টাচার্যের তত্ত্বাবধানে গবেষণা চলছে।ডাক্তার ও বৈজ্ঞানিকদের মতে, মানব শরীর থেকে নির্গত প্রশ্বাসেই লুকিয়ে থাকে নানা উপাদান যা দিয়ে ক্যানসার, লিভার, কিডনি, ডায়াবিটিজ সংক্রান্ত নানা রোগের হদিশ দিতে পারে।সেন্সর ও নিঃশ্বাসকে কাজে লাগিয়ে মাত্র ১ এক থেকে দেড় মিনিটের মধ্যে রোগ নির্ণয় সম্ভব বলে দাবি খড়্গপুর আইআইটির গবেষকদের।এক্ষেত্রে টেডলার ব্যাগ ও আইআইটির তৈরি ফিল্ড এফেক্ট নামে সেন্সরকে লবজে লাগিয়ে মানন শরীরে কোন রোগ বাসা বাঁধছে তা জানা যাবে। রোগীকে টেডলার ব্যাগে ফুঁ দিয়ে শ্বাস ভরতে হবে।যন্ত্রের সাহায্য সেই শ্বাস পরীক্ষা করে দেখা হবে তাতে কোন গ্যাস বা কোন উপাদান রয়েছে।পরীক্ষা করেই জানা যাবে রোগী কোন রোগে আক্রান্ত।এই উন্নত চিকিৎসা পদ্ধতির যুগেও অনেক সময় রোগ প্রথম পর্যায়ে ধরা পড়ে না, আবার কখনও রোগ না ধরা পড়ায় রোগীর মৃত্যু হয়।
এবার এক ফুঁ দিয়ে জানা যাবে রোগ।দরকার নেই নানাবিধ ল্যাব টেস্টের।এই প্রযুক্তির বাজারজাত হওয়া শুধু সময়ের অপেক্ষা। আইআইটির গবেষকেরা ১টি পোর্টেবল ডিভাইস তৈরির চেষ্টা করছেন যাতে সেটি সহজেই বহন করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *