August 2, 2025

এএসআই-এর হাতে আক্রান্ত স্বামী-স্ত্রী!!

 এএসআই-এর হাতে আক্রান্ত স্বামী-স্ত্রী!!

অনলাইন প্রতিনিধিঃ দায়িত্বপ্রাপ্ত এক এএসআই-এর হাতে আক্রান্ত স্বামী-স্ত্রী। ঘটনা শনিবার সকালে বিশ্রামগঞ্জ থানার সামনে নাকা পয়েন্টে। জানা গেছে শনিবার সকালে অসুস্থ মাকে দেখতে সজল দেবনাথ ও দীপিকা দেবনাথ স্বামী স্ত্রী একই বাইকে চেপে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। নাকা পয়েন্টে আসতেই দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানু লাল দেববর্মা তাদের দাড়ানোর নির্দেশ দিলে তারা নাকা পয়েন্টের সামনে দাঁড়ায়।পুলিশের বক্তব্য যেহেতু ডাবল হেলমেট নেই তাই তাদের মোটা অংকের জরিমানা দিতে হবে।কিন্তু এই পরিস্থিতিতে তাদের মা হাসপাতালে ভর্তি থাকায় তারা স্পট ফাইন দিতে রাজি না থাকায় পুলিশকে মামলা নিতে অনুরোধ করে। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা। মুহূর্তের মধ্যে স্বামী সজল দেবনাথ কে গলায় চাপা দিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন এবং স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী দীপিকা দেবনাথ কেও টেনে হিচড়ে রাস্তার পাশে ফেলে দেয় বলে অভিযোগ। পরবর্তী সময়ে স্বামী-স্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *