August 2, 2025

এএআই এর ২৯ তম প্রতিষ্ঠা দিবস!!

 এএআই এর ২৯ তম প্রতিষ্ঠা দিবস!!

অনলাইন প্রতিনিধি :-১ লা এপ্রিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ২৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো নানা কর্মসূচির মাধ্যমে। আগরতলা এম বি বি বিমানবন্দরেও দিবসটি উদযাপন করা হয়।এদিন আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে একাধিক কর্মসূচি হাতে নেয় কর্তৃপক্ষ। তার মধ্যে অন্যতম হল রক্তদান শিবির। যার উদ্বোধন করেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরতলা শাখার অধিকর্তা কে সি মীনা। এছাড়াও উপস্থিত ছিলেন CISF আগরতলা শাখার ইনচার্জ ধরমবীর সাই আগরতলা বিমানবন্দরের সিনিয়র ম্যানেজার স্মিতা প্রকাশ, এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার জিম্পু সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *