August 3, 2025

এইচডিএফসি ব্যাঙ্কের বিশেষ কর্মসুচী

 এইচডিএফসি ব্যাঙ্কের বিশেষ কর্মসুচী

দৈনিক সংবাদ অনলাইন, আগরতলা।। স্বাধীনতার অমৃত মহোৎসব কে কেন্দ্র করে সারা দেশ ব্যাপি হর ঘর তিরঙ্গা কর্মসুচী গ্রহন করেছে ভারত সরকার। সেই কর্মসূচি কে সফল ভাবে রূপায়নের জন্য বিভিন্ন প্রয়াস গ্রহন করা হয়েছে। এইচ ডি এফ সি ব্যাঙ্কের শংকর চৌমুহনী এবং শকুন্তলা রোডস্থিত দুটি শাখার উদ্দ্যোগে শুক্রবার স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাঙ্কের তরফ থেকে ছাত্র ছাত্রীদের মধ্যে জাতীয় পতাকা বিতরন করা হয়। একইসাথে রাখীবন্ধন উৎসব এবং বসে আঁকো প্রতিযোগীতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রশাসক উত্তমা দেববর্মা, প্রিন্সিপাল মৌমিতা মুখোপাধ্যায়,এইচডিএফসি ব্যাঙ্কের দুই শাখা সঞ্চালক সজল দাস ও সুমন দেব্বর্মা সহ ব্যাঙ্কের অন্যান্য কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *