ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
উড়িয়ে দেওয়া হবে মুম্বই বিমানবন্দর, তাজহোটেল!!

অনলাইন প্রতিনিধি :-বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে তাজ হোটেল এবং মুম্বইয়ের শিবাজি মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দর! হুমকির ইমেল পেয়ে নড়েচড়ে বসল মুম্বই পুলিশ। শনিবার সকাল থেকে বিমানবন্দর থেকে তাজ হোটেল, সর্বত্রইতেই কড়া নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হয়েছে।
মুম্বই পুলিশ জানিয়েছে, মুম্বই বিমানবন্দর পুলিশের ইমেল আইডি-তে হুমকি দিয়ে একটি ইমেল করা হয়েছে। তাতে বলা হয়েছে, আফজ়ল গুরুর সঙ্গে অন্যায় হয়েছে। এ জন্য হামলা হবে তাজ হোটেল এবং মুম্বই বিমানবন্দরে। প্রসঙ্গত, ২০০১ সালে সংসদে হামলায় দোষী সাব্যস্ত আফজ়লের ফাঁসি হয় ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। অন্য দিকে, ২০০৮ সালের ২৬ নভেম্বর তাজ হোটেলে হামলা চালিয়েছিল জঙ্গিরা।।