উড়ানের আগমুহূর্তে বিমানে আগুন, অল্পে রক্ষা ১৭৩ জন যাত্রীর প্রান!
             
      অনলাইন প্রতিনিধি :- সবেমাত্র রানওয়ে ছেড়ে উড়েছে। তখনই ধোঁয়ায় ঢেকে যায় বোয়িং বিমান। যাত্রীদের মধ্যে শুরু হুড়োহুড়ি। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পায় ১৭৩ জন যাত্রী এবং ছ’জন ক্রু। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে।আমেরিকায় তখন দুপুর ২টো বেজে ৪৫ মিনিট। গন্তব্যস্থল ছিল মায়ামি। কিন্তু উড়ানের ঠিক আগের মুহূর্তে বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। সমস্যা কাটিয়ে ওড়ার চেষ্টা করতেই আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। আপদকালীন সাইরেন বাজতে থাকে। কন্ট্রোলার ককপিটে সতর্কবার্তা পাঠান। তিনি জানান, উড়ানটিতে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে। আগুনের শিখাও লক্ষ করা যাচ্ছে। ক্রমশ সেটা ছড়াচ্ছে। তার কিছু ক্ষণ পরে কন্ট্রোলারের আবার সাবধানবাণী, ‘‘আপনারা একেবারেই আগুনের মধ্যে পড়েছেন।’’ শুরু হয় আপৎকালীন ভাবে অবতরণের চেষ্টা। তবে যাত্রীরা আতঙ্কে জরুরিকালীন দরজা দিয়ে লাফিয়ে নেমে পড়েন।