জাতীয় অনূর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেট, সিকিমের কাছে পরাজিত ত্রিপুরা!!
উমরাহ যাত্রায় ভয়াবহ দুর্ঘটনা, সৌদিতে মৃত্যু ৪২ ভারতীয়র!!
অনলাইন প্রতিনিধি :- মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত্যু হল ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রীর। রবিবার গভীররাতে এই দুর্ঘটনা ঘটে সৌদি আরবের মুফরিহাটে। মৃত ৪২ জন হায়দরাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। পাশাপাশি আহত হয়েছেন আরও বহু তীর্থযাত্রী। রাতভর চেষ্টার পর বাসের আগুন নিভিয়ে উদ্ধার করা হয় ঝলসে যাওয়া মৃতদেহগুলি।