January 12, 2026

উন্নয়ন শুধু প্রচারে!!!

 উন্নয়ন শুধু প্রচারে!!!

দৈনিক সংবাদ অনলাইন।। সরকার ঢাকঢোল পিটিয়ে জনজাতিদের উন্নয়নের প্রচার করে চলেছে। সরকারি ও রাজনৈতিক উদ্যোগে জনজাতি এলাকায় সাধারণ মানুষের আর্থ সামাজিক অবস্হার আমূল পরিবর্তনের দাবি করা হচ্ছে। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। এখনো পাহাড়ে এমন বহু এলাকা আছে, যেখানে উন্নয়নের ছিটেফোটাও পৌঁছয়নি ।উন্নয়ন তো দূরের কথা, মানুষের বেঁচে থাকার ন্যূনতম মৌলিক চাহিদা গুলিও পূরণ হয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরই হোক, কিংবা শেষ বয়সের সম্বল বৃদ্ধভাতা‌ই হ‌উক, এইগুলো অনেকের কাছেই এখনো অলীক স্বপ্নের মতো।

মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অন্তর্গত আঠারোমুড়া এডিসি ভিলেজের মনিজয়রিয়াং পাড়াটি তার অন্যতম নিদর্শন। পাড়ার সত্তর বছরের প্রবীণা চিকনতি রিয়াং তার দুঃখের কথা জানিয়ে বললেন, সরকারের তরফ থেকে কোন ঘর প্রদান করা হয়নি। জোটেনি বৃদ্ধ ভাতাও। পাহাড়ে এমন চিকনতিদের সংখ্যা প্রচুর। তাদের অনেকেরই প্রশ্ন, এটাই কি আচ্ছে দিন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *