August 2, 2025

উদয়পুর ক্যানেলের জলে ভাসল খিলপাড়া!!

 উদয়পুর ক্যানেলের জলে ভাসল খিলপাড়া!!

অনলাইন প্রতিনিধি :- ক্যানেলের জল গড়িয়ে উদয়পুরে পশ্চিম খিলপাড়া এলাকার জনগণের বেহাল অবস্থা। বুধবার গভীর রাতে উদয়পুর ক্যানেলের জল ছেড়ে দেওয়ার ফলে উদয়পুর মহকুমার পশ্চিম খিলপাড়া এলাকার বেশ কয়েকটি বাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকার খুকুমণি সূত্রধর, গতকাল রাত দুইটার সময় হঠাৎ তিনি জলের আওয়াজ শুনতে পান। ঘুম থেকে উঠে দেখেন। তার বাড়িতে এমনকি ঘরে জল ঢুকে গেছে। কিছু বোঝার আগে ঘরের বাইরে এসে দেখে সাড়া বাড়ি জলমগ্ন। কি করবেন বুঝে উঠতে পারছে না। বৃহস্পতিবার সকালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জল সেচ দপ্তরের গাফিলতির কারণে আজকে এলাকার বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন। কারণ হিসেবে তিনি বলেন দপ্তরের উদাসীনতার কারণে এলাকার বেশ কয়েকটি বাড়িতে জল জমে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ ক্যানেলের উপচে পড়া জল কেন ছেড়ে দেওয়া হল তা তারা বুঝে উঠতে পারছে না। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা। পাশাপাশি বাড়ি ঘর জল জমে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি ঘরে পাশাপাশি রাস্তায় ইট মাটি ভেঙে পড়েছে। দাবি উঠেছে ক্ষতিপূরণের। খুকুমনি সূত্রধর দাবি করেছেন এলাকাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দপ্তরের উদাসীনতার ফলে প্রত্যেককে ক্ষতিপূরণের দাবি জানানো হয়। এখন দেখার বিষয় দপ্তর কি ভূমিকা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *