August 5, 2025

উদয়পুরে কুখ্যাত তিন চোর আটক!!

 উদয়পুরে কুখ্যাত তিন চোর আটক!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || উদয়পুর জগন্নাথ দিঘির পার থেকে কুখ্যাত তিন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আর কে পুর থানার পুলিশ। সঙ্গে উদয়পুরে বিভিন্ন জায়গাতে চুরি হওয়ার সামগ্রী ও উদ্ধার হয় এদিন পুলিশি অভিযানে। জানা যায়, গত বেশ কয়েকদিন ধরে উদয়পুর শহরে বিভিন্ন জায়গা থেকে কারোর বাড়িতে, কারোর দোকানে, ধারাবাহিক চুরি সংগঠিত হয়ে আসছিল। কিন্তু পুলিশ তদন্ত নেমে সেরকম কোনো তথ্য পাচ্ছিল না। অবশেষে রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুরে তিনজন কুখ্যাত চোরকে গ্রেপ্তার করে পুলিশ। জানাজায় এই তিনজন চুরি করার জন্য প্ল্যান করছিল জগন্নাথ দিঘির পাড়ে। আর সে খবর আসা মাত্র তিন জনকে গ্রেফতার করে নিয়ে পুলিশ বর্তমানে তদন্ত চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *