August 3, 2025

উদ্যোমি ও ব্যতিক্রমী কৃষক নয়ন!!

 উদ্যোমি ও ব্যতিক্রমী কৃষক নয়ন!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান সময়ে সরকারি উদ্যোগেই হোক অথবা ব্যক্তিগত উদ্যোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যতিক্রমী এবং অভিনব পদ্ধতিতে রকমারি চাষ বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এরকমই এক উদ্যোমি কৃষক হচ্ছেন তেলিয়ামুড়া মহকুমার উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের নয়নপুর এলাকার বিশ্বজিৎ সরকার । চলতি বছরে তিনি গতানুগতিক চাষের বাইরে গিয়ে “আপেল কুল” চাষ করেছেন। এখনো পর্যন্ত যা অবস্থা, তাতে ভালই ফলন আসা করছেন বিশ্বজিৎ সরকার। বিস্তারিত ভাবে কথা বলার সময় তিনি জানিয়েছেন, সরকারি কোন প্রকারের সাহায্য ও সহযোগিতা ছাড়াই তিনি এবং তাঁর মত আরও বেশ কয়েকজন কৃষক বহিঃরাজ্য থেকে আপেল কুলের চারা সংগ্রহ করে চাষ করছেন। বিশ্বজিৎ বাবুর দাবি, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে এই আপেল কুল চাষ করে লাভের মুখ দেখবেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন ব্যতিক্রমী এই আপেল কুল চাষ করে এই নয়নপুর এলাকাতে ইতিমধ্যে বেশ কয়েকজন কৃষক স্বনির্ভর হয়েছেন এবং অন্যান্যদের উৎসাহিত করছেন। তাদের একটাই দাবি, এই ব্যতিক্রমী এবং লাভজনক চাষের ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *