August 2, 2025

উদ্বাস্তু পুনর্বাসনে ডেপুটেশন

 উদ্বাস্তু পুনর্বাসনে ডেপুটেশন

দৈনিক সংবাদ অনলাইন।। পশ্চিম জেলা ও সিপাইজলা জেলার উদ্বাস্তু উন্নয়ন কমিটির উদ্যোগে শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক অফিসে অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্তের নিকট পাঁচজনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। মোট তিন দফা দাবি নিয়ে এ ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উদ্বাস্তু কমিটির সভাপতি সজল পোদ্দার চেয়ারম্যান গোপাল নস্কর ও সম্পাদক রাখাল দেবনাথ।

উল্লেখ্য, রাজ্যে ৮০ এবং ৯০ এর দশকে সন্ত্রাসবাদী কার্যকলাপে বহু অনুপজাতি মানুষ তাদের বাড়ি ঘর,সম্পত্তি ফেলে শুধু প্রানের তাগিদে ভিটে মাটি ছেড়ে পালিয়ে আসতে হয়। আশ্রয় নিতে হয় বিভিন্ন জায়গায়। কিন্তু আজ পর্যন্ত সরকার তাদের পুনর্বাসন এবং ক্ষতি পূরণের কোনও উদ্যোগ গ্রহণ করেনি। অথচ অন্য রাজ্য থেকে আসা রিয়াং উদ্বাস্তুদের সরকার রাজ্যেই পুনর্বাসন এর ব্যবস্থা করেছে। এই নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *