September 1, 2025

উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধসে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে বন্দি ১৯ কর্মী!!

 উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধসে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে বন্দি ১৯ কর্মী!!

অনলাইন প্রতিনিধি :-ফের বড়সড় দুর্ঘটনা উত্তরাখণ্ডে। প্রবল বৃষ্টির জেরে ধস নামল পিথোরগড়ের ধৌলিগঙ্গা বিদ্যুৎপ্রকল্পে। এই ঘটনার জেরে সুড়ঙ্গ থেকে বের হওয়ার আপৎকালীন গেট মাটির নিচে চাপা পড়েছে। ভিতরে বন্দি রয়েছেন এনএইচপিসি-র ১৯ জন কর্মী। ধারচুলার উপ-জেলাশাসক জিতেন্দ্র বর্মা জানান, ভূমিধসের জেরে সেখানে প্রচুর ধ্বংসাবশেষ জমা হয়েছে। তা পরিষ্কার করতে অত্যাধুনিক মেশিন আনা হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে এদিন বড়সড় ধস নামে ওই অঞ্চলে। যার জেরে ধরচুলার কাছে ইলাগড় এলাকায় ধৌলিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প দুর্ঘটনার কবলে পড়ে। সুরঙ্গের ভিতর থেকে বেরোনোর রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *