উত্তরপ্রদেশে রাজধানী-সহ দুই ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা!!

অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার সন্ধ্যায় দিল্লি থেকে অসমের ডিব্রুগড়ের উদ্দেশে যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস। উত্তরপ্রদেশের হরদোই জেলায় ডালেনগর এবং উমরতলি স্টেশনের মাঝে রেললাইনের উপর বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো পড়ে রয়েছে সর্বপ্রথম তা প্রত্যক্ষ করেন রাজধানী এক্সপ্রেসের ট্রেনের চালক। রেললাইনে কাঠের টুকরো প্রত্যক্ষ করতেই ইমার্জেন্সি ব্রেক কষেন রাজধানীর চালক। রাজধানী এক্সপ্রেসের পিছনেই ছিল লখনউ গামী কাঠগোদাম এক্সপ্রেস। ডালেনগর ও উমরতলির স্টেশনের মাঝে যখন ট্রেনটি এসে পৌঁছয়, তখন ফের ওই একই ভাবে বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো লাইনে উপর পড়ে থাকতে দেখেন কাঠগোদাম এক্সপ্রেসের চালকও । চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
তদন্ত শুরু হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষও। কারা এই ঘটনার নেপথ্যে, তা তদন্ত করে দেখা হচ্ছে।