দেশি-বিদেশিদের উপচে পড়া ভিড়,আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জম্পুই!!
উত্তরপ্রদেশে যান দূর্ঘটনায় চার ডাক্তারি পড়ুয়ার মৃ*ত্য,এক জন ত্রিপুরার বাসিন্দা!!
অনলাইন প্রতিনিধি :- বুধবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ উত্তরপ্রদেশের আমরোহায় রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি-লখনউ জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়ির। জানা গিয়েছে, এই ঘটনায় চারজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত চার পড়ুয়ার মধ্যে দুজন পড়ুয়া বাঙালি ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চার ডাক্তারি পড়ুয়ার। চার বন্ধু গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে দুমড়েমুচড়ে যায় ওই গাড়িটি। সেখানেই মৃত্যু হয় ওই চার জনের। নিহতদের মধ্যে দু’জন বাঙালি। অর্ণব চক্রবর্তীর বাড়ি কলকাতায় ও সপ্তর্ষি দাসের বাড়ি ত্রিপুরায়।পুলিশ তাদের আধার কার্ড দেখেই তাঁদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে।