উত্তরপ্রদেশে বিমান দুর্ঘটনা! ওড়ার মিনিটখানেকের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল জেট!!

অনলাইন প্রতিনিধি :- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাঠে আছড়ে পড়ল ব্যক্তিগত জেট। বৃহস্পতিবার বেলায় উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলার এক শিল্পাঞ্চলে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।বৃহস্পতিবার বেলায় ফারুখাবাদের কোতোয়ালি মোহাম্মদাবাদের একটি বিমানঘাঁটি থেকে উড়েছিল বিমানটি। ছোট ওই জেটটিতে দুই পাইলট ছাড়াও ছিলেন বেশ কয়েক জন যাত্রী। কিন্তু বিমানঘাঁটি থেকে ওড়ার পরমুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে আছড়ে পড়ে বিমানটি।