August 2, 2025

উচ্চমাধ্যমিক শুরু ১ মার্চ মাধ্যমিক ২রা!!

 উচ্চমাধ্যমিক শুরু ১ মার্চ মাধ্যমিক ২রা!!

অনলাইন প্রতিনিধি :-প্রকাশিত হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচি।একই সঙ্গে প্রকাশিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল থিওলজি সহ মাদ্রাসা ফাজিল কলা পরীক্ষা। সামনের বছর ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ও ১ মার্চ। মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম পরীক্ষাও শুরু হবে ২ মার্চ।উচ্চমাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিল থিওলজি ও মাদ্রাসা ফাজিল কলা পরীক্ষা শুরু হবে ১ মার্চ।সব ক্ষেত্রেই প্রথম দিন থাকবে ইংরেজি বিষয়ের পরীক্ষা।মঙ্গলবার রাজ্যের রাজধানী শহর আগরতলার গোর্খাবস্তিস্থিত রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।পর্ষদের সভাপতি অধ্যাপক ড. ধনঞ্জয় গণ চৌধুরী তার নিজের কক্ষে আহুত সাংবাদিক সম্মেলনে জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ৩০ মার্চ।মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৩ মার্চ। শেষ দিন উভয় ক্ষেত্রে থাকবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা। পরীক্ষার দ্বিতীয় দিন থাকবে বাংলা, মিজো, ককবরক ও হিন্দি বিষয়ের পরীক্ষা। মাদ্রাসার ক্ষেত্রে দ্বিতীয় দিন থাকবে বাংলা, আরবি বিষয়ের পরীক্ষা।পর্ষদের যাবতীয় সূচি পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া আছে বলে জানান তিনি।মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে পর্ষদের সচিব ড. দুলাল দে সহ অন্য আধিকারিকরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *