August 3, 2025

ঈদের নামাজ আদায়

 ঈদের নামাজ আদায়

ইসলাম ধর্মে বকরি ইদ বা ইদ-উল-আজাহা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়। বলিদান বা ত্যাগের দিন হিসেবে এই দিনটি পালিত হয়। আজ এই বকরি তথা ঈদ উল আজাকে কেন্দ্র করে সারা দেশের সঙ্গে আগরতলা গেদু মিয়া মসজিদেও ঈদের নামাজ আদায় হয় ।কথিত আছে একদা আল্লাহ পয়গম্বর হজরত ইব্রাহিমের পরীক্ষা নেওয়ার কামনা করেন। তাই তিনি হজরত ইব্রাহিমকে নিজের প্রিয় জিনিস কোরবান করার স্বপ্নাদেশ দেন। ঘুম ভাঙার পর হজরত ইব্রাহিম ভাবতে শুরু করেন যে, কে বা কোন জিনিস তাঁর সবচেয়ে বেশি প্রিয়। হজরত ইব্রাহিম নিজের একমাত্র সন্তান ইসমাইলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহের আদেশ মেনে তিনি নিজের সন্তানের কোরবানি দিতে প্রস্তুত হয় । কোরবানিস্থলে পৌঁছে যান হজরত ইব্রাহিম। কিন্তু পিতৃমোহ তাঁর পথে বাধা হয়ে দাঁড়ায়।এই মোহ কাটিয়ে উঠতে তিনি নিজের চোখে কাপড় বেঁধে কোরবানি দিতে উদ্ধত হন, যাতে পিতৃ মোহ আল্লাহের ভক্তির পথে বাধা হয়ে না-দাঁড়ায়। তারপর কোরবানি দেন তিনি। নিজের চোখ থেকে কাপড়ের বাঁধন সরাতেই হজরত ইব্রাহিম দেখেন যে, তাঁর সন্তান ইসলাইম বহালতবিয়তে দাঁড়িয়ে রয়েছে। তার স্থানে দুম্বা নামক এক পশু কোরবান হয়েছে। তারপর থেকেই বকরি ঈদে বকরি বা ছাগল বলি দেওয়ার প্রথা শুরু চালু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *