August 2, 2025

ইরানে চুল খোলা দুই নারী গ্রেপ্তার

 ইরানে চুল খোলা দুই নারী গ্রেপ্তার

ইরানে জনসমক্ষে চুল ঢেকে না রাখায় দুই নারীর মাথায় এক ব্যক্তি বাটি থেকে দই ঢেলে দিয়েছেন। এরপর ওই দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে দই ঢেলে দেওয়া ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ওই দুই নারী একটি দোকানে গিয়েছেন। সেখানে এক ব্যক্তি তাদের মাথায় দই ঢেলে দেন। এরপর হামলাকারীকে দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দেন দোকানদার।ইরানের বিচার বিভাগ বলেছে, ইরানে জনসম্মুখে চুল খোলা রাখা অবৈধ। ওই দুই নারীকে তাদের চুল দেখানোর জন্য আটক করা হয়েছে। জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য দই ঢেলে দেওয়া ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বোরকা ছাড়া বের হলে জনসম্মুখে ক্ষমাহীন বিচার হয় ইরানে।বাধ্যতামূলক হিজাব পরা বন্ধের দাবিতে দেশটিতে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর এই ঘটনা ঘটল। জনসমক্ষে হিজাব না পরা ইরানে মহিলাদের জন্য অবৈধ, তবে বড় শহরগুলিতে অনেকে নিয়ম থাকা সত্ত্বেও এটি ছাড়াই ঘুরে বেড়ায়। এই আইনের প্রতি ক্ষোভ ও হতাশা ইরানের সমাজে ভিন্নমতের জন্ম দিয়েছে।
মাহসা আমিনি নামের এক যুবতীর মাথা ঠিকমত ঢাকা হয়নি, এই অভিযোগে পুলিশ তাকে তুলে নিয়ে যায় ১৩ সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বর পুলিশ তার পরিবারকে জানায় মৃত্যু হয়েছে আমিনির। এরপরই ইরানে ছড়িয়ে পরে হিজাব বিরোধী আন্দোলন। সরকার বল প্রয়োগদ্বারা এই আন্দোলন দমন করেছে। নিরস্ত্র এই আন্দোলনে সরকারী অস্ত্র প্রয়োগে নিহত হয় ৫০০ মতো আন্দোলনকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *