August 2, 2025

ইয়েরওয়াড়া কেন্দ্রীয় সংশোধনাগারে এবার ‘স্মার্ট কার্ড কল’

 ইয়েরওয়াড়া কেন্দ্রীয় সংশোধনাগারে এবার ‘স্মার্ট কার্ড কল’

দৈনিক সংবাদ অনলাইন || এতদিন ধরে নিজের পরিচিত মানুষজনের সঙ্গে কথা বলতে বক্স ফোনে কয়েন দিয়ে ফোন করতে হতো ইয়েরওয়াড়া সংশোধনাগারের কয়েদিদের। এবার সেই পুরোনো পরিষেবাটি বন্ধ করে দিলেন সংশোধনাগার কর্তৃপক্ষ। এই পরিষেবার পরিবর্তে এবার থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে নিজের পরিচিত মানুষজনকে ফোন করতে পারবেন কয়েদিরা। সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টাই এই পরিষেবা দেওয়া হবে। আপাতত পাইলট প্রকল্প হিসেবে একটি সংশোধনাগারেই পরিষেবাটি চালু করা হচ্ছে। মাস দু’য়েক এভাবে চলার পরে ধীরে ধীরে পুণের সব সংশোধনাগারেই এই নতুন পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে। নতুন এই পরিষেবাটি চালু করার কারণ হিসেবে জানানো হয়েছে যে, আগের বক্স ফোন এখন কোথাও প্রায় নেই বললেই চলে। তাছাড়া এইফোন কোনওভাবে খারাপ হলে তা সারানো এখন বেশ কঠিন। তার কারণ এমন ফোন সারানোর বিশেষজ্ঞের সংখ্যাটাও কমেছে। সেইসব দিক বিবেচনা করে নতুন এই প্রযুক্তিকে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। কিছু জেল সুপারিনট্যানড্যান্ট কয়েদিদের মোবাইল ফোন দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেই সময়ে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং ইন্সপেক্টর জেনারেল (কারা এবং সংশোধনমূলক পরিষেবা) এক্ষেত্রে নতুন পরিষেবা নিয়ে আসার জন্য স্বরাষ্ট্র দপ্তরকে পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *