August 2, 2025

‘ইন্ডিয়া’ জোটের বুধবারের বৈঠক স্থগিত!!

 ‘ইন্ডিয়া’ জোটের বুধবারের বৈঠক স্থগিত!!

দৈনিক সংবাদ অনলাইন:- আগামীকাল ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার কথা ছিল। আপাতত স্থগিত করা হচ্ছে সেই বৈঠক। কংগ্রেসের তরফে জানানো হয় জোটের অন্যতম প্রধান তিন নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার এবং অখিলেশ যাদব বৈঠকে যোগ না দেওয়ার জন্যই বৈঠক স্থগিত করা হল বলে সূত্রের খবর।তিন রাজ্যে ভরাডুবির পরই ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক দিয়েছিল কংগ্রেস।

বুধবার দিল্লিতে নিজের বাসভবনে বৈঠকের ডাক দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কিন্তু, হঠাৎ করে কংগ্রেসের একতরফাভাবে বৈঠক ডাকার সিদ্ধান্তে অসন্তোষ দেখা দেয় ইন্ডিয়া জোটে। এতদিন কংগ্রেস কী করছিল? , তা নিয়েও প্রশ্ন তোলেন জোট শরিকেরা। ফলে জোট শরিকদের অনেকেরই এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। আবার বৈঠকে ডাকা হয়নি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে, বুধবারের বৈঠকের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *