শক্তি সংরক্ষণে ফের রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হলো ত্রিপুরা!!
ইন্ডিগোর সেবা স্বাভাবিক বাড়ল আরেকটি উড়ান!!
অনলাইন প্রতিনিধি :-চরম বিপর্যয় কাটিয়ে ইন্ডিগোর বিমান পরিষেবা
স্বাভাবিক হয়ে উঠেছে। গত ৫ ডিসেম্বর থেকে আচমকাই ইন্ডিগোর বিমান পরিষেবা চরম বিপর্যস্ত হয়ে পড়ে। আগরতলা সেক্টর সহ গোটা দেশে এমনকি আন্তর্জাতিক উড়ানেও ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিলে অবর্ণনীয় যাত্রী দুর্ভোগ দেখা দেয়। বিমান বাতিলে গোটা দেশে ও আন্তর্জাতিক উড়ানে লক্ষ লক্ষ যাত্রী বিমান বন্দরে আটকে যান। তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েন যাত্রীরা। ইন্ডিগোর গনহারে বিমান বাতিলে ব্যাপক সোরগোল পড়ে যায়। যাত্রী ক্ষোভ-বিক্ষোভ তুঙ্গে উঠে। যদিও বাতিল বিমানের যাত্রীদের মধ্যে যারা পরের দিন গুলিতে বা অন্য কোন দিনে বিমানে যাওয়ার জন্য টিকিট আর রি-বুকিং করাননি তাদের টিকিটের টাকা ইন্ডিগো ফেরত দিয়েছে। এখন ইন্ডিগো আগরতলা সেক্টর সহ গোটা দেশে বিমান পরিষেবায় বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে ইন্ডিগোর দাবি। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বিমান যাতায়াত করছে।

শুধু আগাম ঘোষণা অনুযায়ী ইন্ডিগো সোমবার ১৫ডিসেম্বর পর্যন্ত আগরতলা সেক্টর সহ দেশের অন্য কোন কোন সেক্টরে একটি বা দু’টি বিমান বাতিল থাকলেও মঙ্গলবার থেকে কোন বিমান বাতিলের ঘোষণা নেই। সোমবার আগরতলা সেক্টরে শুধু ইন্ডিগোর রাতের শেষ বিমানটি আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে আগাম ঘোষণা অনুযায়ী যাতায়াত করবে না। এই রুটে ৬ই-৬১৭১ এবং ৬ই-৬১৭২ বিমানটি যাতায়াত করবে না। এই বিমানের যাত্রীদের ইন্ডিগোর অন্য নির্ধারিত বিমানে আগেই টিকিট বুকিং করে দেওয়া হয়েছে বলে ইন্ডিগোর দাবি। ইন্ডিগোর রাতের এই বিমানটি গত ৭ ডিসেম্বর থেকেই বাতিলের তালিকায় ছিল। মঙ্গলবার থেকে পুনরায় রাতের এই বিমানটি আগের মত সময়সূচি অনুযায়ী আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে যাতায়াত করবে বলে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে। শুধু তাই নয় ইন্ডিগো আগরতলা-কলকাতা রুটের উভয়দিকে যাতায়াতে আগামী ১৭ ডিসেম্বর, থেকে নতুন করে একটি বিমান চালু করেছে। ১৮০ আসনের এই এয়ারবাসটি কলকাতা থেকে সকাল ৯ টা ২০ মিনিটে আগরতলা আসবে। আগরতলা থেকে ফিরতি এই বিমান সকাল ৯ টা ৫০ মিনিটে কলকাতায় উদ্দেশ্যে রওয়ানা হবে। ইন্ডিগোর এই বিমানটি ১৭ ডিসেম্বর চালু হলে এই রুটে ইন্ডিগোর বিমান সংখ্যা বেড়ে দাঁড়াবে আট-এ। এই রুটে যাতায়াতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দু’টি ১৮০ আসনের বোয়িং বিমান চালু রয়েছে। ফলে এই রুটে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মিলে বিমান সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে দশ এ। দশটি বিমান কলকাতা থেকে আসবে আবার দশটি বিমান কলকাতায় ফিরে যাবে। যাতায়াতে যাত্রীদের আরও সুবিধা বাড়বে। এই রুটে ইন্ডিগোর সকালে ৭৮ আসনে একটি এটিআর বিমান বাদে বাকি সবগুলি বিমান ১৮০ আসনের এয়ারবাস চালু রয়েছে। মাঝে মধ্যেই যাত্রী ভিড় কমাতে ইন্ডিগো ২৩২ আসনের এয়ারবাসও দেয়। রবিবার আগরতলা-চেন্নাই ভায়া হায়দ্রাবাদ রুটেও যাতায়াতে ২৩২ আসনের এয়াবাস দিয়েছে। রাজ্যের অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নিতে এই বিমানের উপর চাপ রয়েছে। আগরতলা থেকে এই বিমানে উঠলে হায়দ্রাবাদ বিমান বন্দর গিয়ে বিমান অবতরণ করলেও যাত্রীদের বিমানেই সেখানে ত্রিশ মিনিট বসে থাকতে হয়। বিমানটি সেখান থেকে যাত্রী নিয়ে ত্রিশ মিনিটের মধ্যে চেন্নাইর উদ্দেশ্যে রওয়ানা হয়। চেন্নাই থেকে আসতেও এই ভাবে হায়দ্রাবাদ হয়ে আগরতলায় আসতে হয়। এছাড়াও অন্য বিমানে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাওয়া আসা করতে হলে কলকাতা বা গুয়াহাটি গিয়ে খুব কাছাকাছি সময়ের অর্থাৎ লিঙ্ক বিমানে ও যাতায়াতের সুবিধা রয়েছে। শুধু রোগী নয়, বহিঃরাজ্যে পাঠরত ছাত্রছাত্রী ও অন্যান্য কাজে যাতায়াতেও বিমানে এই সুবিধা রয়েছে। এদিকে ইন্ডিগো থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে বিমান পরিষেবায় বিপর্যয় কাটিয়ে উঠায় গোটা দেশে ও আন্তর্জাতিক বিমান মিলে এখন প্রতিদিন ৩ লক্ষ ২৫ হাজার এর বেশি যাত্রী যাতায়াত করছেন। গড়ে প্রতিদিন ২০৫০ টির বেশি উড়ান যাতায়াত করছে। ১৩৮ টি গন্তব্যস্থলে অর্থাৎ বিমানবন্দরে বিমানগুলি উঠা-নামা করছে বলেও ইন্ডিগোর বিবৃতিতে জানানো হয়।