August 2, 2025

আড়ালিয়ায় লাশ উদ্ধার!!

 আড়ালিয়ায় লাশ উদ্ধার!!

দৈনিক সংবাদ অনলাইন।। আড়ালিয়া গুরু দাসপাড়া এলাকায় বুধবার অরুণ দাস নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। বয়স আনুমানিক ৫৮ বছর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায়। অরুন দাসের মৃতদেহটি নিজ বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হয়।

ঘটনার পরই এলাকাবাসী ও মৃতের অন্যান্য আত্মীয় স্বজনরা চড়াও হয় অরুণ দাসের পুত্র ও পুত্রবধূর উপর। অভিযোগ, ছেলে এবং ছেলের বৌ মিলে অরুণ দাসকে খুন করেছে। কারণ, বাবা ও ছেলের মধ্যে প্রতিদিনই বিবাদ হয়। বাবাকে নানা অজুহাতে মারধর করে গুনধর ছেলে ও ছেলের বৌ। সম্পত্তি হাতানোর জন্যই এই ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। গুনধর ছেলের নাম রূপক দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *