August 21, 2025

আহমেদাবাদ স্কুলে চাঞ্চল্য: দশম শ্রেণির ছাত্র খুন, অভিযুক্তের গোপন চ্যাট ফাঁস!!

 আহমেদাবাদ স্কুলে চাঞ্চল্য: দশম শ্রেণির ছাত্র খুন, অভিযুক্তের গোপন চ্যাট ফাঁস!!

অনলাইন প্রতিনিধগুজ:-রাতের আহমেদাবাদে স্কুলঘটিত বচসা মর্মান্তিক পরিণতি নিল। খোখরা এলাকার এক স্কুলের সামনে অষ্টম শ্রেণির এক পড়ুয়ার হাতে খুন হল দশম শ্রেণির ছাত্র। ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অভিযুক্ত পড়ুয়া ছুরি নিয়ে স্কুলে আসে। তর্কাতর্কির পর সে সহপাঠীর পেটে ছুরি মারে। রক্তাক্ত অবস্থায়ও আহত ছাত্র দৌড়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কিছু দূরে গিয়েই লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বুধবার সকালে তার মৃত্যু হয়।এর মধ্যেই পুলিশের হাতে আসে অভিযুক্তের সঙ্গে তার এক বন্ধুর কথোপকথন। সেখানে বন্ধুটি অভিযুক্তকে জানায়, “মারধর করতে পারতিস, কিন্তু মেরে ফেলা উচিত হয়নি।” জবাবে অভিযুক্ত বলে, “যা হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে।” বন্ধুটি তাকে কয়েক দিন আন্ডারগ্রাউন্ডে থাকার এবং চ্যাট ডিলিট করার পরামর্শও দেয়।এই চ্যাট ফাঁস হতেই অভিভাবক ও স্থানীয়দের ক্ষোভ আরও বেড়ে যায়। বিক্ষোভকারীরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুর চালান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অভিযুক্ত ছাত্রকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তারা জানিয়েছে, অভিযুক্তের মুঠোফোন ও চ্যাটের সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার পর ছাত্রদের নিরাপত্তা ও স্কুলের দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *