August 2, 2025

আসাম সীমান্তে আটক প্রচুর এসকফ সিরাপ!!

 আসাম সীমান্তে আটক প্রচুর এসকফ সিরাপ!!

অনলাইন প্রতিনিধি :-আবারো রাজ্যে প্রবেশের মুখে বিপুল পরিমাণে নেশা জাতীয় এসকফ সিরাপ আটক করলো আসামের অন্তর্গত চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। শুক্রবার গভীর রাতে UP 80 DT 0499 নম্বরের একটি বারো চাকার টাইলস বোঝাই লরি থেকে এই বিপুল পরিমাণ এসকফ উদ্ধার করা হয়েছে। টাইলসের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল ২১৫ প্যাকেটে মোট আটত্রিশ হাজার দুইশ বোতল নেশা জাতীয় কোডাইন ফসফেট এসকফ সিরাপ। আটক করা হয়েছে লরি চালক চন্দ্র শেখর তিওয়ারি ও সহচালক রাম সাগর তিওয়ারিকে। তাদের উভয়ের বাড়ি উত্তর প্রদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *