August 2, 2025

আলু চাষে ব্যাপক সাফল্য কৃষক সুমনের!!

 আলু চাষে ব্যাপক সাফল্য কৃষক সুমনের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে আলু চাষের ক্ষেত্রে দক্ষিণ জেলা বরাবরই শীর্ষ।হান দখল করে আছে।বিশেষ করে দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমা আলু চাষের জন্যে বিখ্যাত।এবছরও মহকুমার বগাফা কৃষিদপ্তরের অধীনে বাইখোড়া পশ্চিম চড়কবাই এলাকার বাসিন্দা সুমন দেবনাথ আলু চাষ করে গোটা মহকুমা জুরে বিশষ সাফল্য অর্জন করেছেন। এই সুমন বাবু গত প্রায় ১২ থেকে ১৩ বছর যাবৎ কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন । বিভিন্ন মরশুমে তিনি নানা প্রকারের কৃষি ফসল উৎপাদন করে থাকেন। এইবছর সুমন বাবু সারে তিনকানি জমিতে পাঞ্জাবের বিশেষ জ্যোতি আলু চাষ করেছেন। ফলন বেশ ভালো হয়েছে বলে সুমন বাবু নিজেই জানিয়েছেন। প্রতি কানি জমিতে এবছর ১২০ থেকে ১২৫ বস্তা আলুর ফলন হয়েছে। স্বাভাবিক ভাবেই তিনি খুশি। তিনি জানান, তাঁর পার্শ্ববর্তী জমি গুলিতে কৃষকরা সরকারি সহযোগিতা পেয়ে বিভিন্ন প্রজাতির আলুর চাষ করেছে। ওই কৃষকরা যে পরিমান সফলতা অর্জন করেছে, তার থেকে সুমন বাবুর জমিতে আলুর উৎপাদন অনেকটা বেশি হয়েছে বলে জানান সুমন বাবু। তার অভিমত, যদি সরকারি সহযোগিতা পেতেন তাহলে আলুর উৎপাদন আরো বেশি পরিমানে হতো
বলে আশা ব্যক্ত করেন। তিনি বলেন, কিছুদিন পূর্বে এই এলাকায় কৃষিমন্ত্রী রতন লালা নাথ এলাকার কৃষকদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছিলেন। বিশেষকরে আলু চাষের উপর গুরুত্ব দিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠীত হয়েছিল। সেই সভায় কৃষিমন্ত্রীর কাছ থেকে বিভিন্ন প্রকারের পরামর্শ পেয়ে তিনি উপকৃত হয়েছেন এবং উৎসাহ পেয়েছেন। আগামীদিনে কৃষিদপ্তর ও রাজ্য সরকার কৃষিকাজে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *