আর্থিক দুর্নীতিতে বড় পদক্ষেপ! অনিল অম্বানীর ৩০০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি!!
অনলাইন প্রতিনিধি :-আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রিলায়্যান্স অনিল ধীরুভাই অম্বানী গ্রুপের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থাটি অনিল অম্বানীর সঙ্গে যুক্ত মোট ৩,০৮৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।ইডির তথ্য অনুযায়ী, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে দিল্লির মহারাজা রণজিৎ সিংহ মার্গে অবস্থিত ‘রিলায়্যান্স সেন্টার’-এর জমি রয়েছে। পাশাপাশি দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, পুণে, মুম্বই, ঠাণে, হায়দরাবাদ, চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার বেশ কিছু বাড়ি ও বাণিজ্যিক ভবনও বাজেয়াপ্তের তালিকায় পড়েছে।
সূত্রের দাবি, অনিল অম্বানীর সংস্থাগুলি ২০০৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের ঋণ গ্রহণের সময় একাধিক নিয়ম লঙ্ঘন করেছে। তদন্তে জানা গিয়েছে, ঋণ অনুমোদনের আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কয়েকজন কর্মকর্তার হাতে মোটা অঙ্কের অর্থ পৌঁছেছিল।এসবিআই-সহ একাধিক জাতীয়কৃত ব্যাঙ্ক অনিল অম্বানীর গ্রুপের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ করেছে। এর আগেও প্রায় ১৭ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অনিল। বর্তমানে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে সিবিআইও পৃথক তদন্ত চালাচ্ছে।