September 17, 2025

আর্থিক কারণে বন্ধ উমাকান্ত মাঠের ফ্লাড লাইটের কাজ।।।

 আর্থিক কারণে বন্ধ উমাকান্ত মাঠের ফ্লাড লাইটের কাজ।।।

অনলাইন প্রতিনিধি || দু মাসের কথা বলে আজ ছয় মাস। রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটের কাজ এখনও অসম্পূর্ণ। কাজ শুরু হলেও মাঝপথেই তা থমকে গেল। গত প্রায় তিন মাস সময় ধরে কাজ বন্ধ হয়ে রয়েছে। এই অবস্থায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে কবে নাগাদ ফ্লাড লাইটের কাজ সম্পূর্ণ হবে এবং এতে আলো জ্বলবে তা এই মুহূর্তে বলা মুশকিল। তবে রাজ্য যুব কল্যাণও ক্রীড়া দপ্তর সূত্রে যা খবর আর্থিক সমস্যাগত কারণেই নাকি ফ্লাড লাইটের কাজ বন্ধ হয়ে রয়েছে। নির্মাণ সংস্থাকে অর্থ পেমেন্ট না করার পর্যন্ত আপাতত কাজ শুরু হবার কোনও সম্ভাবনা নেই।তবে ক্রীড়া দপ্তর আশা করছে হয়তো খুব শীঘ্রই অর্থের সমস্যা মিটে যাবে।তবে ঘটনা যাই হোক উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটের কাজ কিন্তু আপাতত ঝুলে রয়েছে। কবে নাগাদ ফ্লাড লাইটের কাজ সম্পূর্ণ হবে তা পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না। টিএফএর সচিব অমিত চৌধুরীর বক্তব্য হয়তো আসন্ন ঘরোয়া এ ডিভিশন ক্লাব লীগ ফুটবলের আসর শুরু হবার আগেই উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটের কাজ শেষ হয়ে যাবে। লীগের ম্যাচে কিছু ফ্লাড লাইটে করার পরিকল্পনার কথাও জানান তিনি। এদিকে ক্রীড়া দপ্তরের এক আধিকারিকের সাথে কথা বলে জানা যায় যে, আর্থিক সমস্যা তো রয়েছেই। পাশাপাশি মণিপুরে সাম্প্রতিক সমস্যার কারণে এই ফ্লাড লাইটের কাজে যুক্ত নির্মাণ সংস্থা একটু সমস্যায় পড়েছে। খুব শীঘ্রই অর্থের সমস্যা মিটে যাবে এবং নির্মাণ সংস্থা পুরোদমে কাজ শুরু করবে। ফ্লাড লাইটের কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী বহিঃরাজ্যে থেকে কিছুদিনের মধ্যেই আগরতলায় চলে আসারও কথা রয়েছে। উল্লেখ্য, গত ২০২২সালের ৪ সেপ্টেম্বর উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল।ফ্লাড লাইট বসানোর জন্য ব্যয় ধরা হয়েছিল ৩ কোটি ৪২ লক্ষ টাকা।নির্মাণ সংস্থা দাবি করেছিল দুমাসের মধ্যে ফ্লাড লাইটের পরিকাঠামো নির্মাণ কাজ শেষ করা হবে।তবে কাজ সময় মতো শেষ হওয়া তো দূরের কথা গত প্রায় তিন মাস ধরে কাজ পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। এর মধ্যে টিএফএ তার আসন্ন ঘরোয়া ক্লাব লীগ ফুটবলের খেলাধুলা শুরু করার প্রশ্নে উমাকান্তের ফ্লাড লাইটের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের কাছে অনুরোধ জানান।গত ১১এপ্রিল টিএফএর অনুরোধে উমাকান্ত মাঠ পরিদর্শন করেন এবং ফ্লাড লাইটের কাজ নিয়ে খোঁজ খবর নেন। ক্রীড়া দপ্তরের আধিকারিকদের এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য নির্দেশ দেন ৷ পাশাপাশি নির্মাণ সংস্থার আধিকারিকদের ফ্লাড লাইটের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দেন। তবে ক্রীড়ামন্ত্রী উমাকান্ত মাঠ পরিদর্শনের এক মাস পরেও ফ্লাড লাইটের কাজ এখনও শুরু হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *