August 5, 2025

আরও তিন বিখ্যাত ভারতীয় পেলেন ভারতরত্ন !!

 আরও তিন বিখ্যাত ভারতীয় পেলেন ভারতরত্ন !!

অনলাইন প্রতিনিধি :-লালকৃষ্ণ আডবাণীর পরে ভারতরত্ন সম্মানে ভূষিত হতে চলেছেন আরও তিনজন বিশিষ্ট ভারতীয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে ঘোষণা দিয়েছেন ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, পিভি নরসীমা রাও এবং কৃষিবিজ্ঞানী ডঃ এমএস স্বামীনাথন। এই তিনজন বিশিষ্ট ভারতীয়ই কৃষি, কৃষক উন্নয়ন, দেশ সেবা এবং সর্বোপরি অর্থনৈতিক বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছেন। প্রথম দুজন অর্থাৎ চরণ সিং এবং নরসীমা রাও প্রধানমন্ত্রী হিসেবে নিজেদের অভূতপূর্ব দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে স্বামীনাথন একজন কৃষি বিজ্ঞানী এবং সমাজ সংস্কারক হিসেবে অসামান্য কৃতিত্ব অর্জন করেছেন। স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের অন্যতম কাণ্ডারী হিসেবে সকলে চেনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *