August 3, 2025

‘আমি অপরাজিতা’-র মেগা স্বাস্থ্য শিবির

 ‘আমি অপরাজিতা’-র মেগা স্বাস্থ্য শিবির

মহিলাদের দ্বারা পরিচালিত একটি সামাজিক সংস্থা ‘আমি অপরাজিতা’। ভিন্নধর্মী সমাজসেবামূলক কাজের মাধ্যমে ইতিমধ্যেই এই সংস্থার কার্যাবলী সবার নজর কেড়েছে। ৮ অক্টোবর ছিল এমনই একটি দিন। শনিবার মেখলিপাড়া চাবাগান এলাকার লেম্বুছড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই সংস্থার পক্ষ থেকে। এদিন নবীন প্রজন্মের সাতজন বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। মেডিসিন,শিশু,অস্থি,স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রমুখ চিকিৎসকদের পরিসেবায় এলাকাবাসী যারপরনাই আনন্দিত। এই মেগা স্বাস্থ্য শিবিরে ১৫৫ জন রোগীকে পরিসেবা প্রদান করা হয়। এতে শিশু, বৃদ্ধ, গর্ভবতী মহিলাসহ সকলের উপস্থিতি ছিল লক্ষণীয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলাধিপতি অন্তরা দেব সরকার, ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা, পুরাতন আগরতলার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিত শীল প্রমুখ। উপস্থিত সন্মানীয় অতিথিগণ আমি অপরাজিতা’র এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন এই চাবাগান এলাকায় স্বাস্থ্য শিবির আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন আমি অপরাজিতা’র সম্পাদিকা নিরূপমা পাল । উক্ত মেগা স্বাস্থ্য শিবিরকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জানান সংস্থার সভানেত্রী স্বপ্না দাশগুপ্তা। উক্ত অনুষ্ঠানে সংস্থার সকল সদস্যারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এই কাজ সম্পাদন করেছে বলে জানিয়েছেন যুগ্ম সম্পাদিকা অর্পা রায় চৌধূরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *