August 3, 2025

আমবাসায় বেহাল জাতীয় সড়ক

 আমবাসায় বেহাল জাতীয় সড়ক

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,আমবাসা।। বেহাল অবস্থা বললেও কম বলা হবে। ধলাই জেলা সদর আমবাসায় রাস্তার দুটি ভাগ রয়েছে। অর্থাৎ ওয়ানওয়েতে যানবাহন চলাচল করতো। বর্তমানে আমবাসা মোটর স্ট্যান্ড থেকে কমলপুর চৌমুহনী পর্যন্ত একদিকে যানবাহন চলাচল করছে। কারণ,একদিকের রাস্তার অবস্থা এতটাই খারাপ, যা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ কারো কোনও হেলদোল নেই।

দিন কয়েকের মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটে গেছে। বিশেষ করে রাস্তার পাশে নিকাশি ব্যবস্থা না থাকায় সড়কের উপরই জল দাঁড়িয়ে পড়েছে। ফলে জাতীয় সড়কটি বর্তমানে জলাশয়ের আকার ধারণ করেছে। জেলাশাসক,মহকুমা শাসক,পূর্ত দপ্তরের কর্তা থেকে জাতীয় সড়ক উন্নয়ন সংস্থা, এলাকার বিধায়ক পরিমল দেববর্মা বিষয়টি দেখার পরও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এলাকার জনগণের দাবি, পুজোর পূর্বে বেহাল রাস্তার মেরামত করা না হলে,পুজোর তিনটে দিন সমস্যা আরো তীব্রতর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *