August 2, 2025

আমবাসায় পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে বিপ্লব

 আমবাসায় পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে বিপ্লব

সোমবার আমবাসায় দলীয় সাংগঠনিক প্রচারে আসেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন বিকাল সাড়ে তিনটা নাগাদ আমবাসা টাউন হলে দলের আমবাসা মন্ডলের পৃষ্ঠা প্রমুখ সহ দলীয় নেতাদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন বিপ্লব বাবু। জানা গেছে আগামী ১১ ফেব্রুয়ারি আমবাসায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। এই জনসভাকে সফল করার জন্যই পৃষ্ঠা প্রমুখ থেকে প্রত্যেকটি স্তরের নেতাদের নিয়ে সাংগঠনিক মিটিং করেন বিপ্লব বাবু। টাউন হলে উপস্থিত হাজারো জনতার উদ্দেশ্যে বিপ্লব বাবু বলেন ৪৭ আমবাসা কেন্দ্রের আমাদের দলের প্রার্থী সুচিত্রা দেববর্মাকে গতবারের চাইতে আরো বেশি ভোটে জয়ী করে বিধানসভায় পাঠাতে শপথ নিতে হবে সকলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *