আবার রাজস্থানে ভয়াবহ পথদুর্ঘটনা!
অনলাইন প্রতিনিধি :-মত্ত ট্রাকচালকের দৌরাত্ম্য, ৫ কিলোমিটার জুড়ে মৃত্যুমিছিল — প্রাণ গেল অন্তত ১০ জনের রাজস্থানে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সোমবার সকালে জয়পুরের লোহামান্ডি রোডে এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়ি, বাইক এবং পথচারীদের ধাক্কা মারতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকচালক মদ্যপ অবস্থায় ছিলেন। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি প্রায় পাঁচ কিলোমিটার পথ ধরে একের পর এক যানবাহনকে ধাক্কা দিতে থাকে।পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। কয়েকটি গাড়ি এবং বাইককে ট্রাকটি টেনে নিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেন পুলিশকে। উদ্ধারকারী দল এসে আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠায়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। ট্রাকচালককে আটক করেছে পুলিশ এবং তাঁর মাদক পরীক্ষা করানো হচ্ছে।উল্লেখ্য, এর মাত্র কয়েক ঘণ্টা আগে রাজস্থানের জোধপুর জেলায়ও ঘটে ভয়াবহ দুর্ঘটনা। কোলায়াত মন্দির থেকে ফেরার পথে পুণ্যার্থীদের বহনকারী একটি ট্র্যাভেলার বাস সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারে। সেখানে প্রাণ যায় অন্তত ১৫ জনের। টানা দুই ভয়াবহ দুর্ঘটনায় শোকাচ্ছন্ন রাজস্থান।